রাজভবনের চা-চক্রে অনুপস্থিত মুখ্যমন্ত্রী! ফের "অপমানিত" হয়ে টুইট রাজ্যপালের
স্বাধীনতা দিবসের (Independence Day tea party) দিন সন্ধ্যায় রাজভবনে আয়োজিত চা চক্রে ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। আর এই অনুপস্থিতিকে কটাক্ষ করে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। শনিবার রাতের দিকে তিনি সেই অনুষ্ঠানের একাধিক ছবি টুইট করেন। সেই ছবিতে একটা ফাঁকা চেয়ারের প্রসঙ্গ উল্লেখ করেন রাজ্যপাল।
ছবিতে দেখা গিয়েছে, সেই চেয়ারে মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করা। সেই ফাঁকা চেয়ার প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল বলেন, "এই ফাঁকা চেয়ার মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির চিহ্ন বহন করছে। এই অনুপস্থিতি মোটেও রাজ্যের ইতিবাচক সংস্কৃতির সৌজন্য বহন করে না। আর পিছনে কোনও যুক্তি নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্য সরকারি আধিকারিকদের রাজভবনের অনুষ্ঠানে অনুপস্থিতি আমাকে অবাক করেছে। স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্য সরকারের এই ভূমিকায় আমি বাকরুদ্ধ।"